Wellcome to National Portal
Main Comtent Skiped

citizen charter

             উপজেলা দারিদ্র বিমোচন অফিস নিম্ন বর্ণিত কার্যক্রম সম্পাদক করে থাকেঃ

1)     অসুবিধাগ্রস্ত নারী পুরুষদের কে সংগঠিত করে শক্তিশালী গ্রুপ সৃষ্টি করা যাতে করে তারা তাদের নিজস্ব আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা, সিদ্ধান্তগ্রহন, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রন করতে পারে।

2)    পিছিয়ে পড়া নারী পুরুষদের ক্ষদ্র ঋণ সহায়তা দিয়ে তাদের কে বিভিন্ন আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে সংযুক্ত করনের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়ন।

3)    সদস্যদের সঞ্চয়ী মনোভাবাপন্ন করে গড়ে তোলা এবং সঞ্চয়ের মাধ্যমে পুজিগঠন করা।

4)     লক্ষিত জনগোষ্ঠিকে সরকার এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ এর মাধ্যমে তাদের প্রদত্ত বিভিন্ন সম্পদ এবং সুযোগ সুবিধা ব্যবহারে সদস্যদের প্রবেশাধীকার নিশ্চিতকরন।

           5) লক্ষিত জনগোষ্ঠিকে জীবনে স্থায়ী উন্নয়নের লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে যোগ্যতার দক্ষতা এব সম্ভবনা বৃদ্ধি করা।